নান্দাইলে সাব-রেজিস্ট্রি অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

0
12

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার ২ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস ভবনের ভিত্তিপ্রস্তর রোববার (১৮ই মার্চ) স্থাপন করা হয়। এ উপলক্ষে পৌর আওয়ামীলীগের উদ্দ্যোগে সাব-রেজিস্ট্রি অফিস পাঙ্গনে এক জনসভার আয়োজন করা হয়। পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি মো. রফিক উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন। বিশেষ অতিথি উপজেলা সাব রেজিস্টার নূর নেওয়াজ, জেলা পরিষদ সদস্য মো. আবু বক্কর সিদ্দিক বাহার, আওয়ামীলীগ নেতা মো. হাসান মাহমুদ জুয়েল সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও আওয়ামীলীগ সকল যোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।