নান্দাইলে সাবেক এমপি’র মাতা শামছুন্নেছা চৌধুরীর ৯ম মৃত্যু বার্ষিকী পালিত

0
29

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ময়মনসিংহের নান্দাইলের ভূতপূর্ব জমিদার মরহুম আলহাজ্ব আশরাফ হোসেন খান চৌধুরীর স্ত্রী, বিএনপি কেন্দ্রীয় নিবার্হী কমিটির সদস্য, জেলা (উত্তর) বিএনপি’র আহবায়ক, নান্দাইল ও ঈশ্বরগঞ্জ থেকে ৪ বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরীর মাতা মরহুমা আলহাজ্ব শামছুন্নেছা খান চৌধুরীর নবম মৃত্যু বাষির্কী গতকাল সোমবার (২৫ সেপ্টেম্বর) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে শামছুন্নেছা চৌধুরী উচ্চ বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে কোরান খানি, মরহুমার জীবনী নিয়ে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামছুন্নেছা চৌধুরী উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাপতি সাবেক সংসদ সদস্য খুররম খান চৌধুরী। শামছুন্নেছা চৌধুরী উচ্চ বালিকা বিদ্যালয়ের মিলনায়তনে মিলাদ ও দোয়া মাহফিলে বিদ্যালয়ের শিক্ষক, ছাত্রীবৃন্দ, আশরাফ চৌধুরী আলিয়া মাদরাসার শিক্ষক, ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। বাদ জোহর মোয়াজ্জেমপুর সাহেব বাড়ী জামে মসজিদে মরহুমার স্মরনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।