বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

নান্দাইলে সরকারী গাছ কাটার অভিযোগে থানায় মামলা

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৫নং গাঙ্গাাইল ইউনিয়নের শাইলধরা বাজারে সরকারী গাছ কাটার অভিযোগে নান্দাইল মডেল থানায় একটি মামলা হয়েছে। থানার অভিযোগে জানা যায়, ২২ ফেব্রæয়ারী বিকেলে শাইলধরা গ্রামের আব্দুল হাকিম, আব্দুল জলিল, দুলাল মিয়া, উত্তর বানাইল গ্রামের আব্দুস ছাত্তার এবং বাঁশহাটি গ্রামের মোহাম্মদ আলী সহ অঞ্জাতনামা ৪/৫ জনের একটি চক্র শাইলধরা বাজারের সরকারী খতিয়ানভুক্ত ভূমি হতে বিভিন্ন প্রজাতির মূল্যবান গাছ কেটে নিচ্ছে। খবর পেয়ে গাঙ্গাইল ভূমি অফিসের সহকারী তহশীলদার মাহবুবুর রহমান ঘটনাস্থলে গিয়ে গাছ কাটতে দেখেন। সাথেসাথে বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) কে জানালে থানা পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে বিপুল পরিমান কাটা গাছ উদ্ধার করে। এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে পার্শ¦বতীৃ বাশঁহাটি বাজার সংলগ্ন জনৈক মুকুল মিয়ার স’মিল থেকে আরো কিছু মূল্যবান গাছ জব্দ করে। এ ঘটনায় সহকারী তহশীলদার মোঃ মাহবুবুর রহমান বাদী হয়ে নান্দাইল মডেল থানায় মামলা করেছে। মামলা –নং-৩২(২)/১৮ ধারা ৩৭৯/৪১১ বাঃদঃবি তারিখ-২৩.০২.১৮।

Similar Articles

Advertismentspot_img

Most Popular