নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের দক্ষিন কয়রাটি গ্রামের খড়ের স্তোপের নিচ থেকে নান্দাইল মডেল থানা পুলিশ শান্তা (৩) নামে এক কন্যা শিশুর লাশ উদ্ধার করেছে। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ সরদার মোঃ ইউনুস আলী জানান, শান্তার পিতা নাজিম উদ্দিনের ২য় স্ত্রীর সন্তান এই শিশু শান্তা। গত কয়েক মাস আগে নাজিম উদ্দিনের সাথে শান্তার মায়ের বিয়ে বিচ্ছেদ ঘটে। নাজিম উদ্দিন পুনরায় শান্তার মা শুভা আক্তার’কে স্ত্রী হিসাবে আনতে ইচ্ছুক ছিল। ঘটনার আগের দিন সোমবার শান্তার পিতা শান্তাকে তাঁর নিজ বাড়ি বনাটি গ্রামে নিয়ে আসে। পরদিন পুলিশ নাজিম উদ্দিনের ২য় স্ত্রী শোভা আক্তারের বাড়ি সংলগ্ন খড়ের নিচ থেকে শিশুটির লাশ উদ্ধার করে। নান্দাইল মডেল থানা পুলিশ এই খুনের সাথে জড়িত সন্দেহে শান্তার পিতা নাজিম উদ্দিনকে আটক করেছে। শিশু শান্তার লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা সদর হাসাপাতাল মর্গে প্রেরন করেছে।