রফিকুল ইসলাম রফিক, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার বেতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামে প্রতিষ্ঠিত আনওয়ারুল হোসেন খাঁন চৌধুরী উচ্চ বিদ্যালয়ে বুধবার (২৩ আগস্ট) ময়মনসিংহ জেলা উত্তর বিএনপি’র সাবেক সভাপতি, সাবেক এমপি আনওয়ারুল হোসেন খাঁন চৌধুরীর সহধর্মীনি ও তথ্য ও প্রযুক্তি বৈজ্ঞানিক (বিবিসি লন্ডন) ইয়াসের খাঁন চৌধুরীর মাতা রাহাত খাঁন চৌধুরীর মৃত্যুতে বিদ্যালয়ের পক্ষ থেকে কোরআনখানী, এক আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় মরহুমার আত্মজীবনী তুলে ধরে বক্তব্য রাখেন সাবেক এমপি আনওয়ারুল হোসেন খাঁন চৌধুরী, বিএনপি নেতা ইয়াসের খাঁন চৌধুরী, প্রধান শিক্ষক হারুন অর রশিদ, সাবেক প্রধান শিক্ষক এমএ কদ্দুছ, বিএনপি নেতা সোহরাব উদ্দিন ভূইঁয়া, নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের সাবেক চেয়ারম্যান ও নান্দাইল প্রেসক্লাব সাধারন সম্পাদক এনামুল হক বাবুল, মোঃ ফরিদ মিয়া ও হাবিবুর রহমান প্রমুখ। আলোচনা সভা ও মিলাদ মাহফিল শেষে মরহুমা রাহাত খাঁন চৌধুরীর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা সিব্বির আহম্মেদ বাচ্চু। অনুষ্ঠানে অন্যানদের মাঝে মিডিয়ার পক্ষ থেকে সিনিয়র সাংবাদিক এবি সিদ্দিক খসরু, রফিকুল ইসলাম রফিক, শামছ ই তাবরীজ রায়হান ও কামরুজ্জামান খাঁন গেনু উপস্থিত ছিলেন। উল্লেখ্য বিগত ১৯৯১-১৯৯৫ ইং সনে জনাব আনওয়ারুল হোসেন খাঁন চৌধুরী এমপি থাকাকালীন অবস্থায় উক্ত বিদ্যালয়টি নিজ উদ্দ্যোগে প্রতিষ্ঠিত করেন।