বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

নান্দাইলে মুশুল্লী স্কুল এন্ড কলেজে জেলা তথ্য অফিসের আয়োজনে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলা তথ্য অফিসের আয়োজনে রোববার (২৪মার্চ) মুশুল্লী স্কুল এন্ড কলেজ মিলনায়তনে দেশের উন্নয়ন ও অগ্রগতি বিষয়ে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ মো. মইনুল হোসেন আরজুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ময়মনসিংহ জেলা তথ্য অফিসের উপ-পরিচালক সিনিয়র তথ্য অফিসার মো. আল ফয়সাল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। জেলা তথ্য অফিস সহকারী তথ্য অফিসার মো. সত্যেন্দ্র চন্দ্র পালের স ালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন নান্দাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক মো. এনামুল হক বাবুল। এছাড়া সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখেন মুশুল্লী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম ভূইঁয়া, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীমা সরকার, কলেজ গভনিং বডির সদস্য মো, খালেদ মাহমুদ প্রমুখ। আলোচনা সভা পূর্বে জেলা তথ্য অফিসের আয়োজনে ছাত্র/ছাত্রীদের উন্নয়ন কর্মকান্ড নিয়ে নিম্মীত চলচ্চিত্র প্রদর্শন করা হয়। এর পূর্বে জেলা তথ্য অফিসার আল ফয়সাল নান্দাইল প্রেসক্লাবে সাংবাদিদের সাথে উন্নয়ন কর্মকান্ড নিয়ে এক প্রেস ব্রিফিং করেন।

 

Similar Articles

Advertismentspot_img

Most Popular