বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

নান্দাইলে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালী অনুষ্ঠিত

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ এর উদ্বোধনী অনুষ্ঠান বুধবার (১লা আগষ্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। সারাদেশের ন্যায় স্বাস্থ্য বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে “মায়ের দুধপান সুস্থ জীবনের বুনিয়াদ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এক র‌্যালী অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খাঁন তুহিন। র‌্যালীটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে সদরের বিভিন্ন পথ প্রদক্ষিন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়। এসময় নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মাহমুদা আক্তার, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল মালেক চৌধুরী স্বপন, মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবুন ফাতেমা পপি, পৌর মেয়র মো. রফিক উদ্দিন ভূইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অনুপম ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular