নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্র মোঃ আজিজুর রহমান (১৪) শুক্রবার বজ্রপাতে নিহত হয়েছে। জানাযায়, গাংগাইল ইউনিয়নের পংকরহাটি (ধনারামা) গ্রামের মৃত খোকন মিয়ার পুত্র আজিজুর রহমান সকালে বিলে মাছ ধরতে গিয়ে বর্জ্রপাতে মারাত্মক আহত হয়। পরে নান্দাইল উপজেলা সদর হাসপাতাল কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।