রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

নান্দাইলে পুলিশের বিশেষ অভিযানে ১৩ আসামী গ্রেফতার !

 

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের নান্দাইলে পুলিশের এক বিশেষ অভিযানে বিভিন্ন মামলার এজাহারভূক্ত ও গ্রেফতারি পরোয়ানাভূক্ত ১৩জন আসামী গ্রেফতার হয়েছে। পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) এর নির্দেশে মঙ্গলবার দিবাগত রাতে নান্দাইল মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি ও বিভিন্ন মামলার এজাহারভুক্ত পলাতক মোট ১৩ জন আসামিদের গ্রেফতার করে। পরদিন বুধবার আসামীদেরকে ময়মনসিংহ জেলা আদালতে সোপর্দ করা হয়।

ঈশ্বরগঞ্জে চাঞ্চল্যকর আব্দুল্লাহ হত্যা মামলার আসামীরা মামলা তুলে নিতে বাদী ও তার পরিবারকে খুন করার হুমকী

ভ্রাম্যমান প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার চাঞ্চল্যকর আব্দুল্লাহ হত্যা মামলার আসামীরা মামলা তুলে নিতে বাদী ও তার পরিবারের লোকজনদেরকে খুন করার হুমকী সহ বিভিন্ন নির্যাতন করে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে প্রকাশ ঈশ্বরগঞ্জ উপজেলার ভাটীচরনওপাড়া গ্রামের চাঞ্চল্যকর আব্দুল্লাহ হত্যা মামলার (মামলা নং-১১ তারিখ-০৮/০৭/২০১৫ইং) মামলার আসামী ভাটি চরনওপাড়া গ্রামের আবুল মনসুর ফকিরের নেতৃত্বে উক্ত মামলায় জামিন প্রাপ্ত আসামীরা মামলার বাদী নিহত আব্দুল্লাহর পুত্র আকবর হোসেন সহ তার পরিবারের লোকজনদেরকে মামলা তুলে নেওয়ার জন্য প্রকাশ্যে প্রাণনাশের হুমকী দিচ্ছে এবং বিভিন্ন ভাবে নির্যাতন করে যাচ্ছে। মামলার বাদী আকবর হোসেন অভিযোগে জানান, ইতি মধ্যে মামলার আসামীরা আকবর হোসেনের ৪টি ছাগল নিয়ে গেছে এবং শতাধিক ফলজ গাছ পালা কেটে ফেলা সহ লেবু ক্ষেত নষ্ট করে ব্যাপক ক্ষতি সাধন করেছে। আসামীরা দূর্দান্ত প্রকৃতির লোজ হওয়ায় বাদী ও তার পরিবারের লোকজন নীরবে আসামীদের নির্যাতন ও অত্যাচার সহ্য করে যাচ্ছে। মামলার বাদী আকবর হোসেন আরোও জানান মামলা তুলে না নিলে যে কোন মুহুর্তে আসামী তাকে ও তার পরিবারের লোকজনদেরকে খুন করে ফেলবে। আসামীদের হুমকীর মুখে বর্তমানে মামলার বাদী ও তার পরিবারের লোকজন সার্বক্ষনিক আতংকের মাঝে দিন কাটাচ্ছে। উক্ত মামলার বাদী ও তার পরিবারের লোকজন তাদের নিরাপত্তা সহ আসামীদের হাতে নির্যাতন থেকে বাচানোর জন্য সংশ্লিষ্ট উধর্বতন পুলিশ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছেন।

 

Similar Articles

Advertismentspot_img

Most Popular