নান্দাইলে নিভিয়াঘাটা মাদ্রাসায় অফিস সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ ॥ পুন:নিয়োগ পরীক্ষা নেওয়ার দাবী

0
42

রফিকুল ইসলাম রফিক, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইল উপজেলার নিভিয়াঘাটা ফাজিল মাদ্রাসায় অফিস সহকারী কাম হিসাব সহকারী পদে নিয়োগ ও নিয়োগ পক্রিায় অবৈধ, বেআইনী ও পরস্পর যোগসাজসে মর্মে বাতিল এবং পুন:নিয়োগ পরীক্ষা নেওয়ার দাবীতে আবেদনকারীদের পক্ষে মোঃ স¤্রাট মিয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। প্রাপ্ত অভিযোগে প্রকাশ গত ১৫ই ডিসেম্বর কলেজের অধ্যক্ষ আবেদনকারী সকল প্রার্থীদের নামে ইন্টারভিউ কার্ড ইস্যু না করে ১৪ই ডিসেম্বর সন্ধ্যার পর অধ্যক্ষ ও কমিটির পছন্দের ৬ জন প্রার্থীর নামে ইন্টারভিউ কার্ড প্রদান করে। চকমতি মাদ্রাসায় নিয়োগ পরীক্ষা হওয়ার কথা থাকলেও ডিজির প্রতিনিধি যথাসময়ে উপস্থিত না হওয়ায় বিকাল ৪টা ৩০ মিনিটে নিভিয়াঘাটা ফাজিল মাদ্রাসায় পুলিশের উপস্থিতিতে দায়সাড়া ভাবে লিখিত পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা শেষে কোন ফলাফল ঘোষণা না করেই উক্ত মাদ্রাসার সভাপতি /অধ্যক্ষ ডিজির প্রতিনিধি গাড়ী নিয়ে কিশোরগঞ্জ চলে যান। উক্ত নিয়োগ পরীক্ষার সদস্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিয়োগ বোর্ডে অনুপস্থিত ছিলেন। কমিটির পছন্দের প্রার্থী শফিকুল ইসলাম শামীমকে নিয়োগ পরীক্ষা থেকে শুরু করে শেষ পর্যন্ত যে সমস্ত কর্মকান্ডের অবতারনা করেছেন তাতে নিয়োগ অনিয়ম সুষ্পষ্টভাবে প্রমাণ করে। কয়েকজন প্রার্থী অভিযোগ করেন অধ্যক্ষ মাওলানা আফতাব উদ্দিন কমিটির সদস্যের সমন্বয়ে এই নিয়োগ পক্রিয়ার জন্য ডিজি প্রতিনিধি সহ ১২লক্ষ টাকা লেনদেন করেছেন। এছাড়া এই পদে নিয়োগ সংক্রান্ত কার্যক্রমের উপর নান্দাইল সিনিয়র সহকারী জজ আদালতে একটি মামলা চলমান অবস্থায় আছে। এই মামলায় কমিটির উপর কারণ দর্শানোর নোটিশ বিদ্যমান থাকার পরেও প্রায় মেয়াদ শেষ হয়ে যাওয়া কমিটি তরিঘড়ি করে এই নিয়োগ কার্যক্রম অনৈতিকভাবে সম্পন্ন করেছেন বলে অভিযোগ রয়েছে। এই মাদ্রাসার নব নির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ নিয়োগ পরীক্ষা বাতিল করে স্বচ্ছতার সাথে পুনরায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য শিক্ষা মন্ত্রণালয় সহ প্রশাসনের উধ্বর্তন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন।