নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৪নং চন্ডীপাশা ইউনিয়নের যাবতীয় কার্যক্রম ভিজিডি/ভিজিএফ সহ সকল সেবা ইউনিয়ন পরিষদের নিজস্ব কমপ্লেক্স ভবন থেকে পরিচালনা করার জন্য ময়মনসিংহ জেলা প্রশাসকের নির্দেশে গত ২৪জুন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ হারুন অর রশিদ স্বাক্ষরিত পত্রে চন্ডীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ এমদাদুল হক ভূইঁয়াকে এক লিখিত নির্দেশনা প্রদান করেন। পত্রের অনুলিপি নান্দাইল উপজেলার নির্বাহী অফিসারকে প্রদান করে তা বাস্তবায়ন সহ ১৫দিনের মধ্যে লিখিত প্রতিবেদন প্রদানের জন্য বলা হয়। কিন্তু জেলা প্রশাসকের উক্ত নির্দেশনাকে অমান্য করে চেয়ারম্যান মোঃ এমদাদুল হক ভূইঁয়া মঙ্গলবার (৩রা জুলাই) তার বাড়ি সংলগ্ন বাশঁহাটি উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষ থেকে ভিজিএফ চাল বিতরণ শুরু করেন। এসময় চন্ডীপাশা ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত ট্যাগ অফিসার (উপজেলা পরিসংখ্যান অফিসার) মোঃ সালাউদ্দিন উপস্থিত ছিলেন না। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবি এম সিরাজুল হক এই প্রতিনিধিকে বলেন, জেলা প্রশাসকের নির্দেশনা মানা হয়নি এবিষয়ে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, অফিসে আসেন সামনা-সামনি এবিষয়ে কথা হবে। তিনি বলেন চাল বিতরণ শুরু হয়েছে শুনেছি। জেলা প্রশাসকের নির্দেশনা মানা হয়নি এবিষয়ে সেল- ফোনে দায়িত্ব প্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তারের কাছে জানতে চাইলে তিনি সরাসরি ফোনে এবিষয়ে কোন কথা বলেননি। তিনি বিষয়টি উধ্বর্তন কর্তৃপক্ষে অবহিত করেছেন বলে জানান। তবে উল্লেখ করেন আগামীকাল বুধবার তিনি সরজমিন পরিদর্শন করে বিস্তারিত প্রতিবেদন জেলা প্রশাসকের নিকট প্রেরণ করা হবে বলে জানান। জেলা প্রশাসকের নির্দেশনা পালিত হয়নি এ বিষয়টি নিয়ে জনমনে নানা প্রশ্নের জম্ম দিয়েছে। বাংলাদেশ মানবাধিকার কমিশন, নান্দাইল উপজেলার শাখার নেতৃবৃন্দ বলেন, জেলা প্রশাসকের নির্দেশনা স্থানীয় ভাবে পালিত না হলে প্রশাসনের প্রতি জনগণের আস্থা কমে যাবে এবং নির্দেশনা পালনে অনিহা বিরাজ করবে।