নান্দাইলে জাতীয় শোক দিবস স্মরনে আওয়ামী লীগের জন সমাবেশে

0
13

রফিকুল ইসলাম রফিক: নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৭নং মুশুলী ইউনিয়নের তারেরঘাট বাজার ঈদগাহ মাঠ ময়দানে বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবস স্মরনে এক জন সমাবেশের আয়োজন করা হয়। মুশুলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহসান কবির খাঁন কচি’র সভাপতিত্বে অনুষ্ঠিত শোক ও স্মরন সভায় নান্দাইল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সংসদ সদস্য মোঃ আনোয়ারুল আবেদীন খাঁন তুহিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ আব্দুল কাদিরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আওয়ামী লীগ নেতা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক চৌধুরী স্বপন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক হাসান মাহমুদ জুয়েল, সাবেক উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারী মোঃ শরাফ উদ্দিন ভুইঁয়া ও মুশুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইফতেকার উদ্দিন ভূইঁয়া বিপ্লব বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুশুলী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ দবির উদ্দিন ভূইঁয়া, মোঃ আশরাফ উদ্দিন ভূইঁয়া, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আইয়ূব আলী খাঁন, আওয়ামী লীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান বাচ্চু, সিনিয়র সহ-সভাপতি মঞ্জুরুল হক সবুজ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাফিজুর রহমান রিপন, মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক লূৎফুন্নাহার লাকী, মুশুলী ইউয়িন যুবলীগের সভাপতি মোঃ কামাল উদ্দিন, সাধারন সম্পাদক জুয়েল মিয়া, ছাত্রলীগ সভাপতি সোহেল রানা, কৃষকলীগ নেতা তোফাজ্জল হোসেন রিপন, স্বেচ্ছা সেবকলীগ নেতা সিরাজুল ইসলাম ককুল, মোঃ সাইফুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ। পরে রাত ৮টায় এমপি আচারগাঁও ইউনিয়নের ধরগাঁও এলাকায় নতুন বিদ্যুৎ লাইনের উদ্বোধন করেন।