নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে রোববার (৩রা ডিসেম্বর) দুপুরে দুই ছিনতাই কারীকে আটক করেছে পুলিশ। উপজেলার জামতলা বাজার এলাকায় অটোরিকশার এক মহিলা যাত্রীর ভ্যানিটি ব্যাগ ছিনতাই করে পালানোর সময় স্থানীয় জনতা কিশোরগঞ্জ সদর এলাকার আনোয়ার (২৫) ও নুরুজ্জামান (২৮) নামে দুই যুবককে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা করে। নান্দাইল মডেল থানার ওসি মো. ইউনুস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।