বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

নান্দাইলে কুকুরের ঠিকাদান কার্যক্রম শুরু নিয়ে অবহিতকরন সভা

রফিকুল ইসলাম রফিক, নান্দাইল প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১২ ইউনিয়ন ও পৌরসভায় এলাকায় আগামী ২২ মে থেকে ২৬ মে পর্যন্ত বর্তমান সরকারের ২০২০ সালের মধ্যে দেশ থেকে জলাতাঙ্ক নির্মূলের লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রন শাখার কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল অপারেশন প্ল্যানের আওতায় জলাতাঙ্ক রোগ নির্মূল কর্মসূচীর আওতায় ৫ দিন ব্যাপী ব্যাপকহারে কুকুরের ঠিকাদান (এমডিভি) শুরু হবে। এ উপলক্ষ্যে রোববার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অনুপম ভট্টাচার্যের সভাপতিত্বে হাসপাতাল সভাকক্ষে এক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল মালেক চৌধুরী স্বপন। আলোচনায় অংশগ্রহন করেন নান্দাইল পৌরসভার মেয়র মো. রফিক উদ্দিন ভূইয়া, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সালাম, মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবুন ফাতেমা পপি, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ও শেরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সোহরাব উদ্দিন। অবহিতকরন সভায় বিষয় ভিত্তিক আলোচনা করেন বিশেষজ্ঞ মো. কামরুজ্জামান।

Similar Articles

Advertismentspot_img

Most Popular