নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার সোমবার (২৩ অক্টোবর) ১১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহসড়কের দশালিয়া জোড় দীঘিরপাড় নামক স্থানে ওভারটেক করতে গিয়ে যাত্রীসহ বাস খাদে পড়ে ১৫ জন আহত হয়েছে। জানাযায়, কিশোরগঞ্জ-ময়মনসিংহ গামী যাত্রীবাহী বাস (মোমেনশাহী ব- ৩১৭) এমকে সুপার একটি লোকাল বাসকে ওভারটেক করতে গিয়ে কিশোরগঞ্জগামী ঈশ্বরগঞ্জ ভূইয়া ফিলিং স্টেশনের তেলবাহী ট্যাংক যমুনা টাটা গাড়ী (ঢাকা-মেট্টো-ঢ ৪৪-০২০৫) এর সাথে সংঘর্ষে এমকে সুপার বাসটি রাস্তার পার্শ্বে খাদে গিয়ে পড়ে। এতে বাসের ভিতর থাকা ৩০/৩৫জন যাত্রীদের মধ্যে প্রায় ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে চিকিৎসার জন্য নান্দাইল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান দূর্ঘটনাটি ঘটিয়েছে এমকে সুপার বাস মোমেনশাহী ব-৩১৭ এর চালক। বর্তমানে বাস চালক পলাতক রয়েছে। নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ অহিদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।