নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়। আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় মুখ্য উপদেষ্ঠা সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদিন খান তুহিন, উপদেষ্ঠা উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চৌধুরী স্বপন, মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবুন ফাতেমা পপি, ভাইস চেয়ারম্যান মো. আব্দুস সালাম, পৌর মেয়র রফিকউদ্দিন ভূইয়া সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এছাড়া ১১ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, নান্দাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. এনামুল হক বাবুল, মো. কামরুজামান খান গেনু, শামছ-ই-তাবরীজ রায়হান প্রমুখ আলোচনায় অংশগ্রহন করেন। সভায় মোয়াজ্জেমপুর ইউনিয়নের তামসার বাজারে ঘষা শাহজাহানের নেতৃত্বে দীর্ঘদিন জুয়া খেলা অব্যাহত থাকায় ইউপি চেয়ারম্যান মো. আবু বক্কর সিদ্দিক ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে এই জুয়ার মেলা বন্ধ করার আহ্বান জানান। সিংরইল ইউনিয়নের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম জানান, তার ইউনিয়নের কয়েকস্থানে জুয়া খেলা হয়। সভায় সিংরইল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মাঝে গোলযোগ, দুইজন প্রধানশিক্ষক দাবীদার হয়ে এলাকায় যেকোন সময় আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে বলে সভায় অবহিত করা হয়। সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খাঁন তুহিন উপজেলার আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নয়ন, বিক্ষিপ্ত জুয়া, মাদক, ইয়াবা ব্যবসা বন্ধ করার জন্য পুলিশ প্রশাসনকে নিদের্শ প্রদান করেন। একই দিনে দিনব্যাপী নান্দাইল উপজেলা এনজিও বিষয়ক সভা ও উপজেলা পরিষদের নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের সভায় পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মালেক চৌধুরী স্বপন সভাপতিত্ব করেন। তিনি পরিষদের কার্যক্রম পরিচালনার বিষয়ে মাননীয় সংসদ সদস্য সহ সকল চেয়ারম্যান ও অফিসারদের সহযোগীতা কামনা করেন।