নান্দাইলে অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার

0
12

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলা থেকে অপহৃত এক স্কুল ছাত্রীকে ল²ীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে ছাত্রীটিকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্কুল ছাত্রী উপজেলার চন্ডিপাশা গ্রামের বাসিন্দা। সে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। গত ১ মার্চ ছাত্রীটি বিদ্যালয়ে যাওয়ার পথে অপহরণের শিকার হয়। বিষয়টি নিয়ে গত ৩ মার্চ ছাত্রীটির বাবা বাদী হয়ে তিন জনকে আসামি করে নান্দাইল মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
নান্দাইল থানার ওসি ইউনুস আলী জানান, মামলার প্রধান আসামি ল²ীপুরের চন্দ্রগঞ্জ এলাকার রতনপুর গ্রামের হানিফ মিয়ার ছেলে রানা মিয়া (২৮)। বুধবার পুলিশ হানিফ মিয়ার বাড়িতে অভিযানে যায়। সেখান থেকে ছাত্রীটিকে উদ্ধার করা হয়। তবে অভিযুক্তকে আটক করা যায়নি।