নান্দাইলে অজ্ঞাতনামা মহিলার লাশ উদ্ধার

0
10

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের দুল্লিবিল থেকে শনিবার (৩ মার্চ) পুলিশ অজ্ঞাতনামা মহিলা (৪৫) লাশ উদ্ধার করেছে। এলাকার লোকজন দুল্লিবিলে লাশ দেখে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে মহিলার লাশ উদ্ধার করে। জানাযায়, মহিলার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা মহিলাকে অন্য কোথাও হত্যা করে লাশ বিলে ফেলে রেখে যায়। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইউনুস আলী বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত মহিলার পরিচয় ও হত্যাকান্ডের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।