নান্দাইলের সাংবাদিকদের সাথে জেলা তথ্য অফিসারের প্রেস ব্রিফিং

0
7

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলা তথ্য অফিসের আয়োজনে রোববার (২৪মার্চ) নান্দাইল প্রেসক্লাব মিলনায়তনে দেশের উন্নয়ন ও অগ্রগতি বিষয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে এক আলোচনা সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। নান্দাইল প্রেসক্লাব সভাপতি মো. ফজলুল হক ভূইঁয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও প্রেস ব্রিফিংয়ে ময়মনসিংহ জেলা তথ্য অফিসের উপ-পরিচালক সিনিয়র তথ্য অফিসার মো. আল ফয়সাল সাংবাদিকদের সাথে দেশের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে বক্তব্য রাখেন। নান্দাইল প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. এনামুল হক বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার সত্যেন্দ্র চন্দ্র পাল, নান্দাইল সাংবাদিক সমিতির সেক্রেটারী এবি সিদ্দিক খসরু, নান্দাইল প্রেসক্লাব যুগ্ম সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক, মঞ্জুরুল হক মঞ্জু, এহতেশামউল হক শাহিন, বিল্লাল হোসেন, মো. রমজান আলী ও শফিকুল ইসলাম শফিক সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।