রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

নানা আয়োজনে মেহেরপুরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন !

মেহেরপুর প্রতিনিধি (১৭/০৩/১৯)ঃ

“বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর জীবন করো রঙিন” এই প্রতিপাদ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৯৯ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী করেছে জেলা প্রশাসন। রবিবার সকাল ৯ টার দিকে জেলা প্রশাসন চত্তর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক আতাউল গনি। র‌্যালীটি প্রধান সড়ক প্রদক্ষিন করে ডঃ সামসুজ্জোহা পার্কে এসে শেষ হয়। এ সময় পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমান, জেল সুপার কামরুল হুদা, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, এ্যাড. মিয়াজান আলী, মুক্তিযোদ্ধা বিষষয়ক সম্পাদক আতাউল হাকিম লালমিয়া, পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. ইয়ারুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সরকারী বেসরকারী কর্মকর্তারা র‌্যালীতে অংশগ্রহন করে। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে সহযোগীতায় ছিলেন মেহেরপুর পৌরসভা। পরে শহীদ শামসুজোহা পার্কে বঙ্গবন্ধুর প্রতির্কীতিতে পুস্পস্তপক অর্পন করে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
জন্ম দিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জাতির জনকের ছবিতে পুস্প অর্পন,বর্ণাঢ্য র‌্যালী ,আলোচনাসভা, শিশুদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগীতাদের মাঝে পুরস্কার বিতরন ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

 

Similar Articles

Advertismentspot_img

Most Popular