রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

নানককে ধরতে জুড়ী-বড়লেখা সীমান্তে যৌথবাহিনীর অভিযান

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানককে ধরতে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়েছে যৌথবাহিনী।

সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে মৌলভীবাজারের পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন বলেন, যারা আইনের চোখে আপরাধী আমরা তাদের ধরি।

জাহাঙ্গীর কবির নানক হত্যা মামলার আসামি। আমাদের কাছে তথ্য ছিল, সেই তথ্যের ভিভিত্তে আমরা অভিযান চালিয়েছি।

তবে কাউকে পাননি বলে জানান তিনি। বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান শুরু করে যৌথবাহিনী।

পুলিশ জানায়, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সাবেক প্রভাবশালী মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ভারত পালিয়ে যেতে অবস্থান করছেন বলে খবর আসে। এ খবরে মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী সীমান্তে আত্মগোপন করার গুঞ্জনে বিজিবি ও পুলিশ যৌথ অভিযান চালিয়েছে। তবে সোমবার রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত বিজিবি ও পুলিশ নানকের সন্ধান পায়নি। রাতে বিজিবি সীমান্ত এলাকায় অভিযান জোরদার করেছে।

স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, দুপুরে তারা খবর পান জুড়ী শহরের গরুর বাজার এলাকার ঢাকা ইলেকট্রনিক্সের মালিক সাজিদ হোসেনের বাসায় রয়েছেন নানক। এরপর সেখানে খোঁজ নেওয়া হয়, পুলিশও তল্লাশি চালায়। কিন্তু তাকে পাওয়া যায়নি। বিকেলে ফুলতলা ইউনিয়নের বটুলি সীমান্ত এলাকায় পুলিশ এবং স্থানীয় জনতা তল্লাশি চালায়। সেখানেও নানককে পাওয়া যায়নি।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদি হাসান জানান, এ ধরনের একটি খবরে বিজিবি সীমান্ত এলাকায় তৎপরতা জোরদার করেছে। তল্লাশি অভিযান এখনও অব্যাহত আছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular