বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

নাটোরে বাস চলাচল বন্ধ; ভোগান্তিতে যাত্রীরা

মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতাঃ সারাদেশে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দেশের বিভিন্ন স্থানের মত নাটোরেও বাস চলাচল বন্ধ রেখেছে পরিবহন মালিকরা।
শুক্রবার (৩রা আগষ্ট) সকাল থেকে এই অঘোষিত ধর্মঘটে ঢাকা সহ সারা দেশের সাথে নাটোরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে ভোগান্তি সহ চরম দুর্ভোগে পড়েছেন সাধারন মানুষ।
ইউনুস আলী নামের একজন ব্যবসায়ী অভিযোগ করেন, শুক্রবার বগুড়ায় তার একটি সম্মেলন ছিলো। সেখানে যাবার উদ্যেশ্যে নাটোরের মাদ্রাসামোড় এলে সকাল থেকে একটি বাসও পাননি তিনি। পরে সিএনজিযোগে প্রায় দ্বিগুণ ভাড়া দিয়ে তিনি বগুড়ার দিকে রওনা হন।
ঢাকার উদ্যেশ্য রওনা দিতে আসা মালিহা জানায়, অল্পসময়ের জন্য বাড়িতে এসে শুক্রবার তিনি ঢাকায় ফিরছিলেন। সকালে হরিশপুর কাউন্টারে এসে জানতে পারেন কোন বাস ছাড়া হচ্ছে না। তাই ঢাকা যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।
অপরদিকে, মালিক-শ্রমিকদের অভিযোগ, রাস্তায় গাড়ি বের করলে ভাংচুর করা হচ্ছে। এছাড়া লাইসেন্স যাচাইয়ের নামে চালক-শ্রমিকদের হয়রানি ও মারধর করা হচ্ছে। এ কারণে চালক-শ্রমিকরা ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে চাচ্ছেন না। জানমালের নিরাপত্তার কারনে তারা বাসসহ অন্যান্য যানবাহন বন্ধ রেখেছেন।
জেলা বাস মালিক সমিতির কর্মকর্তা হারুনুর রশীদ জানান, নিরাপত্তা জনিত কারণে চালক বা হেলপার কেউই রাস্তায় গাড়ি নিয়ে বের হতে সায় দিচ্ছে না। তাই বাস চলাচল বন্ধ।

Similar Articles

Advertismentspot_img

Most Popular