বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

নাটোরে দুই সন্তানের জননী ধর্ষিত; ধর্ষক আটক

মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতাঃ নাটোরের লালপুরে মাঠে ছাগলের জন্য খাবার সংগ্রহ করতে গিয়ে ধর্ষনের শিকার হয় দুই সন্তানের জননী। লালপুর থানা পুলিশ ধর্ষক হেলাল (৩০)কে আটক করে শনিবার (২রা জুন) আদালতে প্রেরন করেছে।
লালপুর থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১লা জুন) দুপুরে লালপুরের কাজিপাড়া গ্রামে এক দরিদ্র ভ্যান চালকের স্ত্রী ২ সন্তানের জননী পার্শ্ববর্তী মাঠে ছাগলের খাবার (ঘাস) সংগ্রহ করতে যায়। এসময় মহিষ চরাচ্ছিল একই গ্রামের ইসমত আলীর ছেলে হেলাল (৩০)। হেলাল ওই মহিলাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষন করে। এঘটনায় লালপুর থানায় মামলা হলে পুলিশ শুক্রবার রাতেই অভিযান চালিয়ে হেলালকে আটক করে ।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, অভিযোগ পওয়ার পর অভিযুক্ত হেলালকে শুক্রবার রাতেই আটক করে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারী পরিক্ষার জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular