চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কে এম সরোয়ার্দি জানান, শুক্রবার বিকাল ৪টার দিকে আনুষ্ঠানিকভাবে চলতি ২০১৮-১৯ মৌসুমে আখ মাড়াইয়ের মাধ্যমে চিনি উৎপাদনে যায় মিলটি। এবার ২ লাখ ৪৬ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ১৫ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্য ধরা হয়েছে। ১৩০ মাড়াই দিবসে চিনি আহরনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৭ দশমিক ৫০শতাংশ। কিন্তু শুক্রবার রাত ৩টার দিকে হাঠাৎ করে মিলের বয়লারের স্টিম লাইনের পাইপ ফেটে গেলে বন্ধ হয়ে যায় মিলের চিনি উৎপাদন। নিজস্ব ব্যবস্থাপনায় ক্রুটি মেরামতের কাজ চলছে বলে জানানো হয়েছে।