নিউজ ডেস্ক:
আগের ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছিল কলকাতা নাইট রাইডার্স। ধারণা করা হয়েছিল, দলের শক্তি বাড়াতে তারা সাকিব আল হাসানকে মাঠে নামাবে। না আইপিএলে কাল কলকাতার সেরা একাদশে জায়গা হয়নি বিশ্বসেরা অলরাউন্ডারের। শ্রীলঙ্কার সিরিজ শেষ করেই তিনি ছুটে যান আইপিএল খেলতে। সাকিব মাঠে না নামলেও ম্যাচ জয়ের উজ্জ্বল সম্ভাবনা ছিল কলকাতার। প্রথমে ব্যাট করতে নেমে তারা ৭ উইকেটে ১৭৮ রান সংগ্রহ করে। পান্ডে অপরাজিত ৮১, লিওন ৩২, গম্ভীর ১৯ রান করেন।
১৭৯ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে মুম্বাই ইন্ডিয়ানস শুরুটা ভালোই করেছিল। প্যাটেল ও বাটলার জুটি ৬৫ রান যোগ করে। এরপর ৯৭ রানে দলের ৪ উইকেট পড়ে গেলে ম্যাচ চলে আসে কলকাতার নিয়ন্ত্রণে। এক সময় মনে হচ্ছিল শাহরুখের দল সহজভাবেই ম্যাচটি জিততে যাচ্ছে। কিন্তু ক্রিকেট যে অনিশ্চয়তার খেলা। এক বল আর চার উইকেট হাতে থেকেই নাটকীয়ভাবে ম্যাচ জিতে নেয় মুম্বাই। রানা সর্বোচ্চ ৫০ রান করেন।