বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

নাকহীন শিশুর ছবি ব্যান করল ফেইসবুক !

নিউজ ডেস্ক:

নাকহীন শিশুর ছবি ব্যান করল ফেসবুক। ২০১৫ সালে এলি থম্পসন বলে এই শিশুটি জন্ম নেয়। কিন্তু দেখা যায় তার নাক নেই। কিন্তু এলির বাবা মার তা নিয়ে কোনও সমস্যা নেই। তাদের চোখে আর পাঁচটা শিশুর মতই তাদের শিশুও একই রকম মিষ্টি ও সুন্দর। কিন্তু ফেইসবুক এই শিশুরই ছবিটিকে অস্বাভাবিক বলে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

লাইভ অ্যাকশন বলে একটি অনলাইন মাধ্যম এই শিশুটিকে নিয়ে একটি স্টোরি করে। এই স্টোরিটি ফেইসবুকে দিলে প্রচুর লাইক ও শেয়ারও পড়ে। কিন্তু ফেইসবুক দাবি করে যে শিশুটির ছবি বিরক্তিকর এবং মানুষের মধ্যে প্রভাব ফেলছে। শারীরিক প্রতিবন্ধীরা ভেদাভেদের শিকার হচ্ছে ফেসবুকের এমন আচরণে। এমনই মনে করা হচ্ছে। ফেইসবুকের এমন আচরণে ক্ষুব্ধ হয়েছে শিশুটির মা বাবাও।

Similar Articles

Advertismentspot_img

Most Popular