রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

নাইজেরিয়ায় বাসচাপায় ১১ শিশুর মৃত্যু!

নিউজ ডেস্ক:

নাইজেরিয়ায় বাসচাপায় ১১ শিশুর মৃত্যু হয়েছে। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে একটি অনুষ্ঠানে সমবেত মানুষের ওপর দিয়ে বাসটি চালিয়ে দিলে এই শিশুরা মারা যায়। তাদের বয়স ১১ থেকে ১৫ বছরের মধ্যে।
পুলিশ জানিয়েছে, ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসচালককে গণপিটুনি দেয় এবং এতে তার মৃত্যু হয়।
গতকাল বুধবার নাইজেরিয়ার উত্তরাঞ্চলে গোম্বে রাজ্যের মালাম সিধি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পুলিশের মুখপাত্র আহমেদ উসমান জানিয়েছেন, ব্রেক ফেল করায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি মানুষের ওপর উঠে যায়। এ ঘটনায় আহত হয়েছেন ১৭ জন।
উত্তর নাইজেরিয়ার লোকেরা মাসব্যাপি অনুষ্ঠানের মধ্যে  ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করে থাকেন। দেশটির উত্তরাঞ্চলে মুসলিমরা এবং দক্ষিণাঞ্চলে খ্রিষ্টানরা সংখ্যাগরিষ্ঠ।

Similar Articles

Advertismentspot_img

Most Popular