নরসিংদী-৩ আসনের সাবেক এমপি ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এবং নরসিংদী জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. সিরাজুল ইসলাম মোল্লা ওরফে ডলার সিরাজকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ।
সোমবার (১১ নভেম্বর) মোহাম্মদপুরের আসাদ গেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন পুলিশের তেজগাঁও অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জিয়াউল হক।
সিরাজুল ইসলাম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হন। তবে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন।
পুলিশ জানায়, সিরাজুল ইসলাম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। শিক্ষার্থীরা তাঁকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দেন। সেনাবাহিনী সিরাজুল ইসলামকে পুলিশের কাছে হস্তান্তর করে। তাঁর বিরুদ্ধে নারায়ণগঞ্জে একাধিক হত্যা মামলা আছে। তাঁকে নারায়ণগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করা হবে।