নরসিংদীতে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার ৬ যাত্রী নিহত

0
1

নরসিংদীর শিবপুরে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার ৬ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর ১২টার দিকে মনোহরদী-শিবপুর আঞ্চলিক সড়কের শিবপুর পচাঁরবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

শিবপুর মডেল থানার ওসি মো. আফজাল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মনোহরদী থেকে একটি ট্রাক নরসিংদী শহরের দিকে যাচ্ছিলো। পথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয় ট্রাকটির। এতে ঘটনাস্থলেই সিএনজির ৬ যাত্রীর সবাই নিহত হয়।

মরদেহগুলো উদ্ধার করে ফায়ার সার্ভিস। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছেন। দুর্ঘটনার পর পালিয়েছে ট্রাক চালক ও তার সহযোগী।