নব-নির্বাচিত মেয়র রিটনকে পৌর এলাকার প্রধান শিক্ষকদের শুভেচ্ছা

0
26

মেহেরপুর প্রতিনিধিঃ  মেহেরপুর পৌরসভার নব-নির্বাচিত মেয়র মাহাফুজুর রহমান রিটন কে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন পৌর এলাকার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা। গতকাল সকাল ১০ টার দিকে শহীদ রিপন টাওয়ারে নিজ মেয়রের নিজ কার্যলয় শুভেচ্ছা জানানো হয়। এসময় সেখানে সহকারি উপজেলা শিক্ষা অফিসার ওলিউর রহমান, প্রধান শিক্ষক মোঃ রাশিদুল হাসান, নূরুল গনি, ইকাব আলী, আয়েশা সিদ্দিকা, ওবাইদুর রহমান, হাসিনা বানু, মাজেদা খাতুন, শাইলা খাতুন, নাসিমা ইয়াসমিন, ফারাহ দিবা রাব্বি, জেসমনি শাহানাজ, ফেরদৌসি আরা (ভারপ্রাপ্ত) উপস্থিত ছিলেন।