বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

নবীগঞ্জে দপ্তরী কাম নৈশ্য প্রহরী পদে টাকার বিনিময়ে চাকুরী অভেযোগের ভিত্তিতে জেলা প্রশাসকের নির্দেশে সাসপেন

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার নবীগঞ্জে দপ্তরী কাম নৈশ্য প্রহরী পদে মোটা অংকের টাকার বিনিময়ে চাকুরী দেওয়ার অভিযোগ। সূত্রে জানা যায়, গত ডিসেম্বর ২০১৭ইং সালে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন স্কুলে দপ্তরী কাম নৈশ্য প্রহরী পদে নিয়োগ দেওয়া হয়। ওই দপ্তরী কাম নৈশ্য প্রহরী পদে নিয়োগে মোটা অংকের টাকার বিনিময়ে ৫ম শ্রেণী পাশ সুরঞ্জনের পুত্র সুভাসকে চাকুরী দেওয়া হয়েছে মর্মে গত ১৯ ডিসেম্বর ২০১৭ইং হবিগঞ্জ জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগ প্রদান করে নবীগঞ্জ ৮নং সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামের কুতুব উদ্দিনের পুত্র মোঃ তৌফিক হাছান। তার অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসক নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করেন। এরই প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার নিয়োগ পাওয়া দপ্তরী কাম নৈশ্য প্রহরী পদে পশ্চিম তিমিরপুর গ্রামের সুরঞ্জনের পুত্র সুভাসকে ওই পদ থেকে প্রাথমিক ভাবে সাসপেন করার নোটিশ প্রদান করেন এবং নবীগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার অজয় কুমার দাশকে এ বিষয়ে তদন্ত করে রিপোর্ট প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular