রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

নবীগঞ্জের বাশঁডর গ্রামে গভীর রাতে ব্যবসায়ীর দোকানে আগুন ॥ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

নবীগঞ্জ প্রতিনি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাঁশডর(দেবপাড়া) গ্রামে শুক্রবার দিবাগত গভীর রাতে জনৈক এক ব্যবসায়ীর তালাবদ্ধ দোকান ঘরে আগুন দিয়েছে একদল দুর্বৃত্ত। আগুনে মায়ের দোয়া ভেরাইটিজ ষ্টোর নামে ওই ব্যবসা প্রতিষ্টানের সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে ওই ব্যবসায়ীর প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানাগেছে।

গ্রামবাসী সূত্রে জানাযায়, জাহির মিয়া হত্যা মামলা দায়েরের পর থেকে আসামী পক্ষের লোকজন গ্রেফতার এড়াতে গ্রাম ছেড়ে অন্যত্র চলে গেলে বাদি পক্ষের লোকজন আসামী  পক্ষের লোকজনের বাড়ি ঘরে দিনে দুপুরে চুরি, লুটপাট, ভাংচুর এমনকি নারী নির্যাতনের মতো ঘটনা ঘটিয়েছে। এসব ঘটনায় আদালতে মামলাও হয়েছে। সর্বশেষ বাদি পক্ষের লোকজন আসামী পক্ষের রুসমত উল্লাহর পুত্র মোঃ আব্দুস সামাদ নামের এক ব্যবসায়ীর তালাবদ্ধ দোকান ঘরে শুক্রবার দিবাগত গভীর রাতে আগুন দেয় বলে জানান ওই ব্যবসায়ী। আগুনে দোকানঘরের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। দোকানের ভেতরে থাকা ফ্রীজসহ বিভিন্ন ধরনের মালামালসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি। এ ব্যাপারে তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানাগেছে।
উল্লেখ্য, নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বাঁশডর(দেবপাড়া) গ্রামে বৃদ্ধ জাহির মিয়া হত্যাকান্ডের পর থেকে ওই গ্রামে বাদি পক্ষ আসামী পক্ষের লোকজনের বাড়ি ঘরে দিনে দুপুরে চুরি, লুটপাট, ভাংচুর এমনকি নারী নির্যাতনের মতো ঘটনা ঘটিয়ে যাচ্ছে। সর্বশেষ তারা এক ব্যবসায়ীর তালাবদ্ধ দোকান ঘরে শুক্রবার দিবাগত গভীর রাতে আগুন দিয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular