বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

নববর্ষে একান্তে খাঁন পরিবার !

নিউজ ডেস্ক:

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান ও অভিনেত্রী অপু বিশ্বাসের বিয়ে ও সন্তান নিয়ে সম্প্রতি ফিল্মপাড়া, গণমাধ্যম, সামাজিক মাধ্যমসহ সব জায়গায় ব্যাপক অালোচনা চলছে। তবে এবার লুকোচুরি, আলোচনা, সমালোচনা সব পেছনে ফেলে সন্তানসহ নববর্ষ অনেকটা ঘটা করেই উদযাপন করলেন শাকিব-অপু দম্পতি।

শুক্রবার পহেলা বৈশাখের প্রথম সন্ধ্যায় ঢাকার একটি পাঁচতারকা হোটেলে একমাত্র পুত্র আবরাম খান জয়কে নিয়ে নববর্ষ উদযাপন করেন তারা।

শাকিব বলেন, সব মিলিয়ে এবারের বৈশাখটা অন্য রকম কাটছে। এত দিন আমি কারও ছেলে ছিলাম, এবার আমি নিজে বাবা, সন্তানের সঙ্গে বাংলা নববর্ষ পালন করছি, যে এরই মধ্যে মহাতারকা হয়ে গেছে।

অপু বিশ্বাস বলেন, সত্যিই অন্য রকম। গত বছরের অনুভূতি ছিল এক রকম, কারণ তখন আমি মা হব। কাজকর্মও কমিয়ে দিয়েছি। সন্তানের কী হবে, কোন হাসপাতাল হলে ভালো হয়, এসব নিয়ে একটা চিন্তা ছিল। এখন তো আমি মা। অনেক বেশি হালকা লাগছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular