নিউজ ডেস্ক:
রাত পোহালেই নতুন বছর। তবে এরইমধ্যে ‘নিউ ইয়ার্স ইভ’ (নববর্ষের আগের দিন) উদযাপন শুরু করে দিয়েছে বিশ্ববাসী। বলা হচ্ছে বিশ্বে সবচেয়ে বেশি জায়গায় এ দিনটি খুব ধুমধাম করে পালন করা হয়। পার্টি ও আতশবাজির মাধ্যমে ২০১৭ কে মানুষ আজ বিদায় জানাবে এবং অপেক্ষায় থাকবে নতুন বছরের। নববর্ষের আগের দিন উদযাপনের এ উৎসবে সামিল হয়েছে গুগল ডুডলও। পেঙ্গুইন ও তোতাপাখিকে সঙ্গে করে তারা এদিনটি উদযাপন করছে।
সার্চ ইঞ্জিন গুগল বেশ কয়েকটি ডুডল ছেড়েছে। এই সময়টা পরিবার ও বন্ধুদের সঙ্গে অবকাশযাপনের। সেটিই তুলে ধরেছে গুগল ডুডলে।
এতে দেখা যায়, পেঙ্গুইন-তোতাপাখি উপহার বহন করছে, বেড়াতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, একসঙ্গে খাওয়াদাওয়া করছে, বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করছে, নতুন লক্ষ্য ঠিক করছে, পুরোনো ঝগড়া মিটিয়ে ফেলছে এবং দাতব্য কাজে ব্যস্ত হয়ে উঠছে।