নিউজ ডেস্ক:
মায়ের স্তনপান করলে যেমন নবজাতকের বুদ্ধি এবং শারীরিক গঠনের বৃদ্ধি হয় ৷ ঠিক তেমনিই নবজাতকের মায়ের হৃদরোগের ঝুঁকিও কমায় এই স্তনপান ৷ সম্প্রতি আমেরিকা হার্ট অ্যাসোসিয়েশনের জার্নালে প্রকাশিত এক গবেষনায় দেখানো হয়েছে , যারা তাদের শিশুর জন্মের দিন থেকে শুরু করে প্রায় ছয় মাস টানা তার সদ্যজাতকে স্তনপান করান,তাদের প্রায় ৪০ শতাংশ স্তন ক্যান্সার এবং হৃদরোগের ঝুঁকি কম থাকে ৷
গর্ভাবস্তায় একজন নারীর বিভিন্ন শারীরিক গঠনের পরির্বতন হয় ৷ তবে সেই পরির্বতনকে তোয়াক্কা না করেই যদি একজন মা তার শিশুকে জন্মের পর থেকেই স্তন পান করায় তাহলে তা মা ও শিশু উভয়ের জন্যই ভালো ৷ কথাতেই আছে, মায়ের বুকের দুধের কোনোও বিকল্প নেই ৷ প্রবাদটা অক্ষরে অক্ষরে সত্যি ৷ অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষক স্যান পির্টাস এক সাংবাদিক বৈঠকে জানান, প্রায় ২,৮৯৫ জন চীনা গর্ভাবতী নারীর প্রজনন ইতিহাস ও শিশুকে স্তন পানের বিষয়ে গবেশনা করা হয় ৷
তবে তাঁর মতে, ভয়ের বিশেষ কোনোও কারণ নেই বলেই জানান তিনি ৷ এছাড়াও অক্সফোর্ড ইউনিভাসির্টি অফ এপিডেমিওলজির প্রফেসার জহেংমিং চেন এক সাংবাদিক গবেশনায় জানান, মা ও শিশুর স্তনপানের উপকারিতা বিষয়ে ইতিমধ্যেই আরোও গবেষনা শুরু করেছেন তাঁরা ৷