বায়েজীদ (গাইবান্ধা জেলা প্রতিনিধি) :
রাজনৈতিক গ্রুপিং-লবিং আর নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পলাশবাড়ী পৌরসভা নির্বাচনে নৌকার মাঝি হলেন আবু বক্কর প্রধান।শুক্রবার(১৩-নভেম্বর) বিকেল ৩টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন (গণভবনে) আওয়ামিলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সংগঠনটির স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় পলাশবাড়ী পৌরসভায় দলীয় প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হয়।
পলাশবাড়ী পৌরসভার ঘোষণার দীর্ঘ দুই যুগপরে পৌরসভা বাস্তবায়িত হওয়া পৌরসভার প্রথম মেয়র প্রার্থী হিসেবে আবু বক্কর প্রধান দলীয় প্রার্থী হিসেবে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেলেন।
প্রসঙ্গত গত সোমবার (৩রা নভেম্বর) নির্বাচন কমিশন পলাশবাড়ী পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে।ঘোষিত তফসিল অনুযায়ী ১০ ডিসেম্বর গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।পলাশবাড়ী পৌরসভা প্রতিষ্ঠার পর এটিই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।আসন্ন এ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামীলীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে প্রতিদ্বন্ডীতার সুযোগ পাচ্ছেন আবু বক্কর প্রধান।
চূড়ান্তভাবে দলীয় মনোনয়ন ঘোষণার পর আবু বক্কর প্রধান বলেন, আমি প্রশাসক থাকার স্বল্প সময় মাদক, ভূমি দখল, চাঁদাবাজির বিরুদ্ধে সংগ্রাম করেছি। ন্যায় বিচার ও সুষম বণ্টনের মাধ্যমে পৌরসভার সার্বিক উন্নয়নের চেষ্টা করেছি। এবার আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে মেয়র নির্বাচিত হতে পারলে উন্নয়নের ধারবাহিকতা বজায় রাখবো।
উল্লেখ্যঃ- মনোনয়ন প্রাপ্ত আবু বক্কর প্রধান জন্মসূত্রে পলাশবাড়ী পৌরশহরের নুনিয়াগাড়ী গ্রামের বাসিন্দা।তিনি হাইস্কুলে লেখাপড়ার সময় ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হন। এরপর গণঅভ্যুত্থানে সক্রীয় অংশগ্রহণসহ মহান মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদান করেন। পরবর্তীতে পলাশবাড়ী থানা ছাত্রলীগের সদস্য হিসেবে যোদাদান করার পর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৃশংস হত্যান্ডের সময় বঙ্গবন্ধু’র বিচার চেয়ে বিভিন্ন কর্মকান্ডে অংশগ্রহণ ছাড়াও থানা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন।থানা আওয়ামী লীগের প্রচার সম্পাদকের পর দু’বার আওয়ামী লীগের সাধারণ সম্পাদিক নির্বাচিত হন। বর্তমানে পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।