নিউজ ডেস্ক:
ছবির ট্রেলার বের হবার পর থেকে একের পর এক রেকর্ড গড়ে চলেছে ‘টাইগার জিন্দা হ্যায়’। এবার আরেক নতুন রেকর্ড গড়ল এই ছবির ‘সোয়াগ সে সোয়াগত’ মিউজিক ভিডিওটি।
দুই দিন আগেই মুক্তি পায় সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির এই গানটি। মুক্তি পেয়েই ইউটিউবে ঝড় তোলে ‘সোয়াগ সে সোয়াগত’।
অফিসিয়াল টুইটার পেজে খবরটি শেয়ার করে যশ রাজ ফিল্মস। ইতোমধ্যেই মোট ১ কোটি ১২ লক্ষ ৩৫ হাজার ৬২৪ জন দেখেছে ভিডিওটি। ৩ লক্ষ ৩৫ হাজার ৪৮৭ জন ভিডিওটি শেয়ার করেছে। মুক্তির ২৪ ঘন্টায় এত বিপুল সাড়া এর আগে বিশ্বের কোন মিউজিক ভিডিও করে দেখাতে পারেনি। টুইটটি এরপর ট্যাগ করা হয় সালমান খান, ক্যাটরিনা কাইফ, বিশাল দাদলানি, শেখর রাভিজানিকে।
ইরশাদ কামিলের লেখা ‘সোয়াগ সে সোয়াগত’ গানটিতে সুর দিয়েছেন বিশাল-শেখর। গানটি গেয়েছেন বিশাল দাদলানি ও নেহা বাসিন।
গ্রীসে একশো জন ডান্সারদের নিয়ে গানটির দৃশ্য শ্যুট করা হয়। ‘এক থা টাইগার’ ছবির সিক্যুয়েল হল ‘টাইগার জিন্দা হ্যায়’। পাঁচ বছর পর সেলুলয়েডের পর্দায় একসঙ্গে রোমান্স করতে দেখা যাবে সালমান ও ক্যাটকে। সব ঠিক থাকলে আলি আব্বাস জাফার পরিচালিত ছবিটি আগামী ২২শে ডিসেম্বর মুক্তি পাবে।
https://youtu.be/xmU0s2QtaEY