নিউজ ডেস্ক:
আগামী অর্থবছরে বাজেট প্রণয়নের সময় অবশ্যই ফাস্ট ফুড বা জাঙ্ক ফুডের ওপর উচ্চ হারে ফ্ল্যাট ট্যাক্স নির্ধারণে নজর দেয়া হবে বলে সংসদে ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
দশম জাতীয় সংসদের শীতকালীন বা চতুর্দশ অধিবেশনে কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য নুরজাহান বেগমের আনীত জরুরী জন গুরত্বপূর্ণ বিষয়ক নোটিশের নিস্পত্তি করতে অর্থমন্ত্রী এ ঘোষণা দেন।নোটিশে শিশু ও জনস্বাস্থ্য রক্ষায় ফাস্ট ফুড ও জাঙ্ক ফুডের ক্ষতিকর দিক তুলে ধরে এ বিষয়ে রাষ্ট্রের হস্তক্ষেপ কামনা করা হয়।
অর্থমন্ত্রী এ বিষয়ে দৃষ্টি আকর্ষণের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, বিষয়টি বেশ স্পর্শকাতর। জাঙ্ক ফুড বেশ সস্তা দামে পাওয়া যায়। সে কারণে জাঙ্ক ফুড অনেক বেশি চলে। এটাও ঠিক যে স্বাস্থ্যের দিক থেকে জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড উপাদেয় নয়।তিনি আরো বলেন, মাননীয় সংসদ সদস্য প্রস্তাব করেছেন, আগামী বাজেটে এই সম্পর্কে আমরা কি কোন রকম ট্যাক্স আরোপের চিন্তাভাবনা করছি কি না? সত্যি কথা বলতে কি? আমি সেই চিন্তাভাবনা আগে করিনি। কিন্ত ওনার নোটিশ পাওয়ার পরে মনে হচ্ছে, হয়ত এটির উপর আমরা কোন ব্যবস্থা নিতে পারি।
মন্ত্রী বলেন, বাজেটের বিষয়ে আলোচনা আগামী মাসের শেষ দিকে শুরু করার ইচ্ছা আছে। তাই কাজের মতো কাজ হবে যদি জাঙ্ক ফুডের বিভিন্ন তালিকা ও বিবরণ পাওয়া যায়। কারণ জাঙ্ক ফুড বিভিন্ন রকমের রয়েছে এবং বিভিন্ন এলাকায় বিভিন্ন রকমের জাঙ্ক ফুড রয়েছে।
প্রস্তাবটি উত্তম উল্লেখ করে তিনি আরো বলেন, আগামী বাজেট প্রণয়নের সময় সেদিকে (জাঙ্ক ফুড) অবশ্যই নজর দেব। তার আগে জাঙ্ক ফুডকে বিশেষভাবে সংজ্ঞায়িত করা এবং শনাক্ত করা হবে আগামী দুই তিন মাসের কাজ বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।