বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

নতুন বছরের শুরুটা ভালো হয়নি চেলসির।

নিউজ ডেস্ক:

নতুন বছরের শুরুটা ভালো হয়নি চেলসির। নিজেদের মাঠে ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার অবনমন অঞ্চলে থাকা সাউথ্যাম্পটনের কাছে পয়েন্ট হারিয়েছে মাউরিসিও সাররির দল।ম্যাচের শুরু থেকে বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও গোলের দেখা পায়নি চেলসি। ১২ মিনিটে আলভারো মোরাতার হেড ও ২৩তম মিনিটে উইলিয়ানের শট ঠিকানা খুঁজে পায়নি। ৩৪তম মিনিটে আন্টোনিও রুডিগারের তৈরি করে দেওয়া সুযোগ কাজে লাগাতে পারেননি বেলজিয়ামের ফরোয়ার্ড এডেন হ্যাজার্ড।

৫৮তম মিনিটে রস বার্কলির বাড়ানো বল লক্ষ্যে রাখতে পারেননি আজার। এর পর জর্জিনিয়োর শট, দাভিদ লুইসের হেডও লক্ষ্যভ্রষ্ট হলে স্বাগতিক সমর্থকদের হতাশা আরও বাড়ে। যোগ করা সময়ে সেস ফাব্রেগাসের বাড়ানো বল মার্কোস আলোনসো কাজে লাগাতে না পারলে চলতি লিগে ৫ম ড্র নিয়ে মাঠ ছাড়ে চেলসি।গোলশূন্য ড্র করা চেলসি ২১ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে। সাউথ্যাম্পটন ২১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে আছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular