বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

নতুন প্রেমে মজেছেন টেইলর সুইফট !

নিউজ ডেস্ক:

ফের প্রেমে মজেছেন মার্কিন সংগীত শিল্পী ও অভিনেত্রী টেইলর সুইফট। আবারও শুরু হতে যাচ্ছে তার নতুন প্রেম কাহিনী। তার এই প্রেমের বয়স ছয় মাস। সুইফটের এবারের প্রেমিকের নাম জো অ্যালায়েন।

জানা গেছে, সম্প্রতি নতুন প্রেমিকের বাবা-মায়ের সঙ্গে দেখা করতে নাশভিলের উদ্দেশে উড়াল দিয়েছেন তিনি। জো-কে তিনি ভালোবাসেনই, সেই সঙ্গে নাকি জো-য়ের বাবা-মাকেও ভালোবেসে ফেলেছেন সুইফট।

এর আগে হ্যারি স্টাইলস ও ক্যালভিন হ্যারিসের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল টেইলর সুইফটের। এরপর মার্কিন অভিনেতা টম হিডলটনের প্রেমে পড়েন তিনি। সেবারও টমের বাবা মায়ের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন সুইফট, তবে সেই সম্পর্কও টেকেনি। তবে সব দেখে মনে হচ্ছে, নতুন প্রেমিকের বাবা মাকে প্রভাবিত করতেই এই পদক্ষেপ নিয়েছেন বিখ্যাত মার্কিন পপ তারকা। তবে এই সম্পর্কের ভবিষ্যত কী, তা হয় তো সময়ই বলে দেবে।

সূত্র: ব্লাস্টিং নিউজ

Similar Articles

Advertismentspot_img

Most Popular