৪ জুলাই, ২০১৭ থেকে সকল নতুন গ্রামীণফোন প্রিপেইড (নিশ্চিন্ত), ডিজুস, একতা ১, ৩ ও বিজনেস সল্যুশন ১, ৩, ৪ (সফল), ৫, বন্ধু, গ্রামীণফোন পাবলিক ফোন এবং ভিলেজ ফোন সংযোগে নিম্নোক্ত অফারগুলো উপভোগ করতে পারবেন।
নতুন সিমের মূল্য ১১০ টাকা
অফার বিস্তারিত:
- নতুন সংযোগে ৫ টাকার প্রিলোডেড অ্যামাউন্ট এবং ভিলেজ ফোন-এ ৫০ টাকার প্রিলোডেড অ্যামাউন্ট পাবেন
- সকল প্রিলোডেড বোনাসের মেয়াদ বোনাস প্রাপ্তির দিন থেকে ৩০ দিন (বিতরণের দিনসহ)
- প্রিলোডেড টক টাইম জানতে ডায়াল *566# এবং বোনাস ব্যালেন্স জানতে ডায়াল *121*1*2#
- নতুন সিমে ইন্টারনেট ব্যবহারে টাকা 1.00/MB চার্জ প্রযোজ্য হবে। সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত।
প্রথম রিচার্জে ফ্রি ইন্টারনেট, আধা পয়সা ও ১ পয়সা প্রতি সেকেন্ড:
- প্রথমবার ঠিক ৩৪ টাকা রিচার্জে গ্রাহকগণ ২৪ ঘণ্টা যেকোনো জিপি নম্বরে ০.৫পয়সা/সেকেন্ড ও অন্য অপারেটরে ১পয়সা/সেকেন্ড কল রেটে কথা বলতে পারবেন, যার মেয়াদ ১৫ দিন। সাথে পাবেন ৭ দিন মেয়াদে 1GB ইন্টারনেট
- স্পেশাল ট্যারিফ শেষে গ্রাহকগণ রেগুলার প্যাকেজ রেট উপভোগ করবেন
- স্পেশাল লোয়ার ট্যারিফ-এ থাকা অবস্থায় অন্য কোনো লোয়ার ট্যারিফ প্রযোজ্য হবে না। বোনাস অ্যামাউন্ট, বোনাস মিনিট বা ইমার্জেন্সি ব্যালেন্স-এ লোয়ার ট্যারিফ প্রযোজ্য হবে না এবং এগুলো আগে ব্যবহৃত হবে
- বোনাস ও মেয়াদ জানতে ডায়াল *121*1*2#
- প্রথম রিচার্জ অফার শুধুমাত্র প্রথমবারের জন্য প্রযোজ্য, এরপর ৩৪ টাকা রিচার্জের অফার প্রযোজ্য হবে না। ক্যাম্পেইন চলাকালীন উল্লিখিত রিচার্জ পয়েন্টসমূহ (৯ টাকা, ৩৪ টাকা) শুধুমাত্র নতুন সংযোগ গ্রহণকারী গ্রাহকের জন্য প্রযোজ্য হবে এবং অন্য সকল গ্রাহকের জন্য সীমাবদ্ধ থাকবে। ৫৪ টাকা রিচার্জ পয়েন্টও সকল গ্রাহকের জন্য সীমাবদ্ধ থাকবে
৯ টাকা রিচার্জে 1GB ইন্টারনেট:
- গ্রাহকগণ ৯ টাকা রিচার্জে (সকল চার্জ অন্তর্ভুক্ত) 1GB ইন্টারনেট কেনার সুবিধা উপভোগ করতে পারবেন (সকল চার্জ অন্তর্ভুক্ত)। ৭ দিন মেয়াদে 1GB ইন্টারনেট কিনতে গ্রাহককে ঠিক ৯ টাকা (সকল চার্জ অন্তর্ভুক্ত) রিচার্জ করতে হবে
- গ্রাহকগণ প্রতি মাসে সর্বোচ্চ একবারই ৯ টাকায় (সকল চার্জ অন্তর্ভুক্ত) 1GB ইন্টারনেট কিনতে পারবেন
- অফারটি সংযোগ চালু হওয়া থেকে ঐ মাস সহ ৫মাস পর্যন্ত চালু থাকবে। গ্রাহকগণ প্রতি মাসে একবার করে সর্বোচ্চ ৫বার অফারটি নিতে পারবেন।
- প্রতি মাসে কেনার অবিশিষ্ট সুযোগ জানতে ডায়াল *121*1111#
- ইন্টারনেট ভলিউম শেষ হবার পর ইন্টারনেট ব্যবহারে 1.00/MB চার্জ প্রযোজ্য হবে। সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত
- সকল চার্জে ৫% সম্পূরক শুল্ক প্রযোজ্য। সম্পূরক শুল্কসহ মোট মূল্যের উপর ১৫% ভ্যাট প্রযোজ্য+মূল কলরেটের উপর ১% সারচার্জ প্রযোজ্য |