নতুন গ্যালাক্সি ক্লাস্টারের খোঁজ পেল নাসা !

0
27

নিউজ ডেস্ক:

সম্প্রতি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার হাবেল টেলিস্কোপে ধরা পড়ল মহাকাশের সুদৃশ্য ছায়াপথ। পৃথিবী থেকে প্রায় ষাট কোটি আলোকবর্ষ দূরে রয়েছে এটি। দৃশ্যে নক্ষত্রপুঞ্জকে এমটাই উজ্জ্বল দেখা গেছে যা আগে কখনও দেখা যায়নি, এমনই জানিয়েছেন নাসার বিজ্ঞানীরা।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ও ইউরোপিয়ান স্পেস এজেন্সি একত্রে চালনা করে এই হাবেল টেলিস্কোপকে। ছবিতে দেখা গেছে মহাকাশের একাধিক স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নক্ষত্র গুলি। ফ্রন্টার ফিল্ড প্রোগ্রামের অংশ হিসাবে অ্যাবেল ৩৭০য়ের নয়া ছবিগুলি তুলে রাখা হয়েছে। এর আগে ২০০৯ সালেও এমন কিছু ছবি প্রকাশ করা হয়েছিল। মহাকাশ বিজ্ঞানীদের এই নতুন ছবি আরও বেশি সাহায্য করবে বলেই মনে করা হচ্ছে।