নিউজ ডেস্ক:
ভূমি থেকে আকাশে ক্ষেপণাস্ত্রের প্রথম পরীক্ষায় সাফল্য পেয়েছে ভারতীয় নৌবাহিনী। বুধবার আরব সাগরে পরীক্ষা চালানো হয়। ভারতীয় নৌবাহিনীর বিবৃতির বরাত দিয়ে শনিবার আনন্দবাজার এ খবর প্রকাশ করেছে।
ওই বিবৃতিতে বলা হয়, যুদ্ধজাহাজ আইএনএস বিক্রমাদিত্য থেকে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। নিচু দিয়ে উড়ে যাওয়া দ্রুতগামী লক্ষবস্তুকে যথায়থভাবে ধ্বংস করতে সফল হয়েছে ওই ক্ষেপণাস্ত্র।
ওয়েস্টার্ন ন্যাভাল কম্যান্ডের প্রধান ভাইস অ্যাডমিরাল গিরীশ লুথরার নেতৃত্বে এই পরীক্ষা করে নৌবাহিনী। সমুদ্রের নিচ থেকে শত্রুপক্ষের জাহাজকে ধ্বংস করার জন্য এ মাসের গোড়াতেই জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছিল নৌবাহিনী।
দেশীয় প্রযুক্তিতে তৈরি কালভারি গোত্রের ডুবোজাহাজ থেকে ওই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। সেই পরীক্ষাতেও সফল হয় নৌবাহিনী।