বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

নতুন এক ফিচার নিয়ে হাজির হোয়াটসঅ্যাপ !

নিউজ ডেস্ক:

ফোনে ম্যাসেজ করতে যেয়ে অনেক সময়ই ভুল হয়ে যায়। যাকে আমরা সাধারণত টাইপো বী টাইপিং এরর বলে থাকি। একবার ভুল ম্যাসেজ পাঠিয়ে দেওয়া হলে সেটি আর ঠিক করা যায় না।

এবার হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার নিয়ে আসতে চলেছে সোশ্যাল মিডিয়ার অন্যতম জনপ্রিয় এই সংস্থাটি। আর এই নতুন ফিচারের মাধ্যমে ভুল ম্যাসেজ পাঠিয়ে ফেললেও সেটি বদলে ফেলা যাবে সহজেই।

নতুন এই ফিচারটির নাম রাখা হয়েছে ‘রিকল’। রিপোর্ট অনুযায়ী উইন্ডোজ ফোনে ভিটা ভার্সানে মিলছে ফিচারটি। হোয়াটসঅ্যাপের 2.17.30 ভার্সানে বা আপডেটেড ভার্সানেও মিলবে এই ফিচারটি । টেক্সট মেসেজ, ভিডিও, পিকচারের ক্ষেত্রে মিলবে এই ফিচারটি। ফিচারটি যুক্ত হলে ম্যাসেজ পাঠানোর পর তাতে টাচ করে এডিট করা যাবে মেসেজটি। কিন্তু ম্যাসেজটি সিন হওয়ার আগেই কেবল এডিট করা যাবে। ম্যাসেজ সিন হওয়ার নয়।

Similar Articles

Advertismentspot_img

Most Popular