বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

নতুন এক ঝামেলায় পড়লেন বিরাট কোহলি, গ্রে’ফতার চেয়ে মা’মলা !

নিউজ ডেস্ক:

করোনাভাইরাসের কারণে প্রায় পাঁচ মাস ধরে দীর্ঘদিন মাঠের বাইরে থেকে অনেকটাই হ’তাশ ভারত দলের অধিনায়ক বিরাট কোহলি। এই হ’তাশার মধ্যেই আইনি ঝামেলায় পড়লেন এই তারকা ক্রিকেটার। ভারত অধিনায়কের বিরু’দ্ধে সোজা আদালতে গিয়ে মা’মলা ঠু’কে দিলেন চেন্নাইয়ের এক আইনজীবী।

এমনকি বিরাট কোহলিকে গ্রে’ফতারের দাবি তুলেছেন ওই আইনজীবী। চেন্নাইয়ের সিনিয়র আইনজীবী এ পি সুরিয়াপ্রকাশম শুক্রবার মাদ্রাজ হাইকোর্টে এ মা’মলা করেন বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম ডিএনএ।

ওই মা’মলায় কোহলির সঙ্গে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়াকে যুক্ত করা হয়েছে। বিরাট কোহলি ও তামান্না ভাটিয়ার বিরু’দ্ধে অভি’যোগ, জু’য়ার বিজ্ঞাপনে দেখা গেছে কোহলি ও তামান্নাকে। প্রিয় তারকাদের এমন বিজ্ঞাপনে দেখলে দেশের তরুণ-তরুণীরা জু’য়ার প্রতি আরও বেশি আস’ক্ত হয়ে পড়বে। জু’য়ার বিষয়ে আইকনদের এমন ইতিবাচক অবস্থা দেখে অনেকেই বিষয়টিকে খারাপভাবে নেবে না।

তাছাড়া করোনাকালে লকডাউনে ঘরে বসেই এসব জু’য়ায় অংশ নেয়া যায়। কারণ পুরো বিষয়টি অনলাইনে খেলা যায়। এমন সব বক্তব্য দিয়ে আইনজীবী এ পি সুরিয়াপ্রকাশম আদালতে অনুরোধ জানিয়েছেন, জু’য়া খেলার প্রচার করার অভি’যোগে কোহলি এবং অভিনেত্রী তামান্নাকে গ্রে’ফতার করা হোক। আগামী মঙ্গল অথবা বুধবার এই মা’মলার শুনানি হতে পারে।

 

Similar Articles

Advertismentspot_img

Most Popular