জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৫ এ সভাপতি হিসেবে দৈনিক মানবজমিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. কামরুল হাসান ও সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক ইনকিলাবের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোছা.জান্নাতী বেগম নির্বাচিত হয়েছেন।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সাংবাদিক সমিতির কার্যালয়ে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে দুপুর ১২ টায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালনকারী আইন অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক মো. ইরফান আজিজ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মো. তরিকুল ইসলাম জনি এবং সাংবাদিক সমিতির সাবেক সভাপতি রাশেদুজ্জামান রনি।
নব-নির্বাচিত কমিটিতে কোষাধ্যক্ষ পদে জাগো নিউজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোমিন ইসলাম সবুজ, দপ্তর সম্পাদক পদে ক্যাম্পাস টাইমসের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মুতাসিম বিল্লাহ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক তৃতীয় মাত্রার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আখলাকুল হাসান অনিককে মনোনীত করা হয়।
নির্বাচন শেষে নব-নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর করেন সাংবাদিক সমিতির সদ্য সাবেক সভাপতি ফাহাদ বিন সাঈদ এবং সদ্য সাবেক সাধারণ সম্পাদক আসলাম বেগ। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড.মো. মিজানুর রহমান।
এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মাদ ইমদাদুল হুদা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. সাখাওয়াত হোসেন সরকার, চারুকলা অনুষদের ডিন ড. তপন কুমার সরকার, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. শফিকুল ইসলাম, জনসংযোগ দপ্তরের অতিরিক্ত পরিচালক এস এম হাফিজুর রহমান, জনসংযোগ তথ্য ও প্রকাশনা অফিসার মো. রেজাউদ্দৌলা প্রধান প্রমূখ।