বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

নগ্ন উরু কেন দেখাও, উত্তরে যা বললেন মোনালি !

নিউজ ডেস্ক:

ভারতের জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুর ইন্সটাগ্রামে সম্প্রতি নিজের একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে কালো রঙের শর্ট ড্রেসে মোনালিকে ভক্তদের উদ্দেশে ফ্লাইয়িং কিস ছুড়ে দিতে দেখা গেছে। কিন্তু মোনালির ওই পোশাক নিয়ে আপত্তি তোলেন অমিত নামের এক ব্যক্তি।

অমিত ছবিটিতে মন্তব্য করেন, গানের শো-তে আপনারা অভিভাবকের মতো জ্ঞান দেন। আপনার মনে হয় না, আপনার আরও দায়িত্বশীল ড্রেস পরা উচিত ছিল। এত শর্ট কেন? এতে আপনার পা দেখা যাচ্ছে।

মেজাজ হারিয়ে মোনালি ওই ব্যক্তিকে ব্লক করেন। তার আগে অমিতকে উদ্দেশ্য করে মোনালি লিখেন, আপনার এই ভুয়া সভ্যতার ভাষণ আমাকে দেবেন না। আপনার মানসিক ও চারিত্রিক সমস্যার দায় আমার নয়। ঈশ্বরের কাছে প্রার্থণা করেন, যাতে আপনার সঙ্গে বাস্তবে আমার দেখা না হয়। দেখা হলে যে পা দেখে আপনার অস্বস্তি হচ্ছে সে পা দিয়েই আমি আপনাকে লাথি মারবো। আমায় কেউ আটকাতে পারবে না।

Similar Articles

Advertismentspot_img

Most Popular