বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

ধোনির ক্রিকেট মস্তিষ্ক প্রখরতার কারণ জ্যামিতিক জ্ঞান!

নিউজ ডেস্ক:

শৈশব থেকেই বাকিদের থেকে আলাদা ছিলেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। প্রথম জীবনে ধোনি গোলকিপার হতে চেয়েছিলেন।
তবে ঘটনাচক্রে তিনি হয়ে যান উইকেটকিপার। তারপরেই গ্লাভস হাতে বিশ্বজয় করেন তিনি।

তবে জানেন কী, ধোনির প্রিয় বিষয় ছিল গণিত। ধোনিও একাধিকবার তিনি সাক্ষাৎকারে বলেছেন, গণিতে তিনি ভালবাসেন। পঞ্চম শ্রেণি পর্যন্ত গণিতে তিনি সেরা ছিলেন ক্লাসের বাকিদের তুলনায়। তবে যখন ফুটবল থেকে ক্রিকেটে ফোকাস সরিয়ে নিচ্ছিলেন ধোনি তখন গণিতে সামান্য ভীতি জন্মায় তার। তবে তিনি এখনও স্বীকার করেন জ্যামিতিতে বেশ ভাল ছিলেন তিনি।

জ্যামিতিতে মাথা পরিষ্কার বলেই মাঠে কঠিন পরিস্থিতিতে দুই ফিল্ডারের মাঝখান দিয়ে বল খেলতে পারতেন ধোনি। বোলার বল করতে আসার আগেই অফ সাইড আর অনসাইডের কত জন ফিল্ডার রাখা রয়েছে, সেই অনুযায়ী শট খেলতে পারতেন।

আস্কিং রেট বেড়ে গেলেও দ্রুত তিনি হিসেব করতে পারেন, সেই মতো নিজের ইনিংসকে সাজিয়ে নিতে। বাইরে থেকে কারোর পরামর্শের দরকার ছিল না। জ্যামিতিতে জ্ঞান প্রখর বলেই বুঝতে পারেন কোন পজিশনে ফিল্ডার রাখতে হবে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular