বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

ধোনিকে অবসরের পথ দেখাচ্ছেন কোহলি !

নিউজ ডেস্ক:

অনিল কুম্বলের কোচ পদ থেকে ইস্তফা দেওয়ার পর ভারতীয় ক্রিকেট দলের হর্তাকর্তা এখন বিরাট কোহলি। আর এ সুযোগে দলে নিজের আধিপত্য পাকাপোক্ত করতে বদ্ধপরিকর তিনি।

আর এবার কোহলির কোপানলে পড়তে পারে ধোনির ওপরেই! এমনকি ২০১৯ বিশ্বকাপের দলে মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ সিং, রবিচন্দ্রন অশ্বিন বা রবীন্দ্র জাদেজা থাকবেন কি না, এই প্রশ্ন এখনই উঠে গেছে।

ধারণা করা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সফরে আইপিএলে নজর কাড়া তরুণ ক্রিকেটার পন্তকে ধোনির জায়গায় সুযোগ দেওয়া হতে পারে। কারণ গত আইপিএলে ১৪ ম্যাচে ৩৬৬ রান করেছিলেন এই ১৯ বছর বয়সী এই বাঁহাতি উইকেটকিপার-ব্যাটসম্যান। রঞ্জি ট্রফিতে ৪৮ বলে সেঞ্চুরি করে ভেঙেছেন টুর্নামেন্টের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। পন্ত বেশ জোরেই জাতীয় দলের একাদশের কড়া নাড়ছেন। আর তাই ৩৬ বছর বয়সী ধোনিকে অবসরের পথ দেখিয়ে দেওয়া হচ্ছে এই সফরেই !

Similar Articles

Advertismentspot_img

Most Popular