ধারাবাহিকভাবে লভ্যাংশ দেবে ইস্টার্ন লুব্রিকেন্টস !

0
42

নিউজ ডেস্ক:

সমাপ্ত হিসাববছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০০% নগদ লভ্যাংশ ঘোষণা করে শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স লিমিটেড। সামনের বছরগুলোতে এ লভ্যাংশ ধীরে ধীরে বাড়ানো হবে বলে জানিয়েছেন কোম্পানিটির চেয়ারম্যান আবু হেনা মো. রাহমতুল মুনিম।

গতকাল শনিবার চট্টগ্রামের এক্সেস রোডের সিটি সেন্টারে আয়োজিত কোম্পানির ৪৮তম বার্ষিক সাধারণ সভায় তিনি এ মন্তব্য করেন। কোম্পানিটি ১৯৭৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিল বিপিসির পরিচালক মীর আলী রেজা, পদ্মা অয়েলের এক্সিকিউটিভ পরিচালক মো. আবুল খায়ের, কোম্পানি সচিব মহিউদ্দিন আহমেদ, বেঙ্গল শিপিং লাইন্স লিমিটেডের চেয়ারম্যান ও ইস্টার্ন লুবের পরিচালক আবদুল আউয়াল প্রমুখ। এছাড়া আরও উপস্থিত ছিলেন কোম্পানির শেয়ারহোল্ডাররা।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৪১ টাকা ৭০ পয়সা। এ সময়ে শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১১২ টাকা ৮ পয়সা।

রাহমতুল মুনিম বলেন, গত ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরে ইস্টার্ন লুব্রিকেন্টস শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ সম্পূর্ণ নগদ লভ্যাংশ প্রদান করেছিলো। কিন্তু সর্বশেষ অর্থবছরে আমরা সেটা ৭০% বাড়িয়ে শতভাগ লভ্যাংশ প্রদান করছি। আসলে এবার এতো না বাড়িয়ে ধীরে ধীরে নগদ লভ্যাংশের পরিমাণ বাড়ালে ভালো হতো। এই কোম্পানি প্রতিষ্ঠার পর ২০১৬ সালে এসে প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়। যেটা এখনো বর্তমান।

“কারণ পরবর্তীতে যদি কোম্পানির বাবসা খারাপ হয় আবার আমরা পরের বছর শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশের পরিমাণ কমিয়ে দিই। তাহলে দেখা যায় শেয়ারের দাম কমে যাবে। কোম্পানি তার অবস্থান হারাবে। এজন্য চলতি অর্থবছর থেকে আমরা বৃহৎ পরিসরে না বাড়িয়ে ধীরে ধীরে শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ বাড়াবো।